বুধবার (১১অক্টোবর) সকালে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালালের সঞ্চালনায় ও সভাপতিত্বে সার্বজনীন দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্র,সাধারণ সম্পাদক সজল কুমার সরকার প্রমূখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো.আসাদুল হক ভূঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, সহকারী কমিশনার (ভূমি) মো.রাজিব হোসেন, কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জুনাইদ ফারাবী, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.এনামুল হক প্রমূখ।
স্বাগত বক্তব্যে কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকার বলেন, আমাদের উপজেলায় ৫১ পূজা মন্ডপে পূজা অর্চনা অনুষ্ঠিত হবে। নিরাপত্তা কথা বিবেচনা করে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় উপজেলা ইউপি চেয়ারম্যান মো.জাকির আলম ভূঞা, মো. এনামুল কবীর খান, মো. কামরুজ্জামান সোহাগ, মো. লুৎফর রহমান আকন্দ, এডভোকেট সারোয়ার জাহান কাওসার, মো.মাহাবুব আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুনসহ প্রতিটি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপজেলায় মোট ৫১টি পূজা মন্ডবে পূজা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: কেন্দুয়ায় টানা বৃষ্টিতে ৪শ কোটি টাকার মাছ এখন মুক্ত জলাশয়ে
আসাদুল করিম মামুন/কেন্দুয়া