বারহাট্টা প্রেসক্লাবের সভাকক্ষে প্রেসক্লাবের সহ-সভাপতি আনিসুল আলম তালুকদার শামীমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, ও প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। পরে প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এদিকে শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশে পরিণত হচ্ছে ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশে পরিণত হচ্ছে। সকলকেই তথ্যপ্রযুক্তিতে দক্ষ করার লক্ষ্যে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপিত হচ্ছে।
বারহাট্টা প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ অক্টোবর ) সন্ধ্যায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে সংবর্ধিত ব্যক্তিত্ব নেত্রকোনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লুৎফুর রহমান খান চঞ্চল একথা বলেন।
এ সময় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পদাধিকারে বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি ফারজানা আক্তার ববি ও সঞ্চালনা করেন বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল।
বারহাট্টা প্রেসক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বারহাট্টা প্রেসক্লাবের সহ-সভাপতি আনিসুল আলম তালুকদার শামীম, সহ-সভাপতি আমিনুল ইসলাম রিজভী, বাংলাদেশ বুলেটিন পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি ও বারহাট্টা প্রেসক্লাবের সদস্য সোহেল খান দূর্জয়, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল আরিফ জুয়েল, যায়যায়দিন পত্রিকার বারহাট্টা উপজেলা প্রতিনিধি রুকুনুজ্জামান খান, ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি লতিবুর রহমান খান, আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি ফারুক আহমদ, ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মুখলেছুর রহমান হীরা, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার উপজেলা প্রতিনিধি ওমর ফারুক, মানবকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি আফজাল হোসেন, সহ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।
আরও পড়ুন: বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
লতিবুর রহমান খান/বারহাট্টা