নেত্রকোণার বারহাট্টায় ২০২৩-২০২৪ অর্থ বছরে কৃষি প্রনোদনার আওতায় রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসের সামনে এ সব প্রনোদনা বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, কৃষি অফিসার রাকিবুল হাসান, সমবায় অফিাসর আতাউর রহমান প্রমুখ।
অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে ২০২৩-২০২৪ অর্থ বছরে ৩০৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ৬০০ জনের মাঝে সরিষা ও বাকী ২৪৮০ কৃষকের মাঝে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদম, শীতকালীন পেঁয়াজ ও মুগ ফসলের জন্য প্রতি কৃষকের মধ্যে ১০ কেজি ডিএপি, ১০ কেজি টিএসপি ও ১ প্যাকেট বীজ বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
লতিবুর রহমান খান/বারহাট্টা