শনিবার (২৮ অক্টোবর) দুপুরে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আ.লীগ সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞার সভাপতিত্বে কেন্দুয়ার পুরাতন বাস ষ্ট্যান্ডে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞার সঞ্চালনায় বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মো.আসাদুল হক ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মো.তাজুল ইসলাম, মো.শহিদুল হক ফকির বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মো.হুমায়ুন কবীর ভূঁইয়া, মোস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক কনক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.মাজাহারুল ইসলাম জুয়েল প্রমূখ।
শান্তি সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জনসমর্থন হারিয়ে আবল তাবল বকছেন বিএনপির নেতাকর্মীরা। দেশের মানুষ কেবল শেখ হাসিনাকেই চায়। কারন শেখ হাসিনাই মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, ঢাকা- কক্সবাজার ট্রেন লাইন, সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট-ঢাকা ছয় লেন সড়কসহ বড় বড় উন্নয়ন করেছেন। দেশে শেখ হাসিনা উন্নয়নের মহাসমুদ্রে মহাপ্রলয় ঘটিয়েছেন। এত সব উন্নয়ন দেখে বিএনপি হতবাক। তাই বিএনপির সন্ত্রাসীরা বিগত দিনের মতো আবারও আগুন সন্ত্রাসের মাধ্যমে আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে বানচাল করতে চায়।
সারা দেশের ন্যায় কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ সাধারন জণগণ সাথে নিয়ে সব সময় সজাগ রয়েছে বিএনপির সন্ত্রাসী কর্মকান্ডকে মোকাবিলা করার জন্যে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি যে কোন কঠিন কর্মসূচি ঘোষণা করুক না কেন, আমরা কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ বিএনপি-জামাতের এসব সন্ত্রাসী কর্মকান্ডের দাঁত ভাঙা জবাব দিতে সবসময় প্রস্তুত রয়েছে বলে জানান নেতৃবৃন্দ।
এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: অটো ইজিবাইকের চার্জারের সংযোগ খুলতে গিয়ে প্রাণ গেলো চালকের
আসাদুল করিম মামুন/কেন্দুয়া